Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গজনীর দীঘি
স্থান

বরিশাল সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৪৫৭ বছরের পুরনো ঐতিহাসিক গজনীর দীঘি অবস্থিত। ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব মুঘল স¤্রাট আকবরের অভিভাবক বৈরম খাঁ ১৫৫০ খৃস্টাব্দে বরিশালের চাঁদপুর ইউনিয়নে [মৌলভীরহাট থেকে ২ কিলোমিটার ভেতরে] ১১ দশমিক ৭০ একর জমির উপর এ দীঘিটি খনন করেছিলেন। তৎকালীন বিখ্যাত সুফি সাধক গজনী শাহ ইসলাম ধর্ম প্রচারের জন্য চাঁদপুরায় বসতি স্থাপন করেন। তিনি এই দীঘির পাড়ে ধ্যানমগ্ন থাকতেন। যে কারণেই বৈরম খাঁর খননকৃত দীঘিটি গজনীর দীঘি নামে পরিচিতি লাভ করে। এ দীঘিকে ঘিরে এক সময় কিংবদন্তি প্রচলিত ছিল। দীঘিটির তিনদিকেই রয়েছে গাছ, আর উত্তর-পূর্ব কোনো রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। সরকারি উদ্যোগে দীঘিটি  রক্ষণাবেক্ষণ বরিশাল জেলা প্রশাসন।

কিভাবে যাওয়া যায়

বরিশা্ল উপজেলার সদর ঘাট থেকে ট্রলার পার হয়ে চরকাউয়া বাস ষ্টান যেতে হবে। তার পর সেখান থেকে বাসে চড়ে মজিদ হাওলাদার বাস স্টান্ডে নামতে হবে। তারপর সেখান থেকে পায়ে হেটে বা অটো রিক্সা যোগে অতি অল্প সময়ে গজণীর দিঘীতে পৌছানো যাবে। 

ভাড়া জন প্রতি ট্রলার ভাড়া=৫ টাকা বাস ভাড়া=২০-২৫ টাকা

অটোভাড়া - ১০ টাকা।

কোন প্রবেশ মূল্য নেই।

যোগাযোগ

0

বিস্তারিত

বরিশাল সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৪৫৭ বছরের পুরনো ঐতিহাসিক গজনীর দীঘি অবস্থিত। ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব মুঘল স¤্রাট আকবরের অভিভাবক বৈরম খাঁ ১৫৫০ খৃস্টাব্দে বরিশালের চাঁদপুর ইউনিয়নে [মৌলভীরহাট থেকে ২ কিলোমিটার ভেতরে] ১১ দশমিক ৭০ একর জমির উপর এ দীঘিটি খনন করেছিলেন। তৎকালীন বিখ্যাত সুফি সাধক গজনী শাহ ইসলাম ধর্ম প্রচারের জন্য চাঁদপুরায় বসতি স্থাপন করেন। তিনি এই দীঘির পাড়ে ধ্যানমগ্ন থাকতেন। যে কারণেই বৈরম খাঁর খননকৃত দীঘিটি গজনীর দীঘি নামে পরিচিতি লাভ করে। এ দীঘিকে ঘিরে এক সময় কিংবদন্তি প্রচলিত ছিল। দীঘিটির তিনদিকেই রয়েছে গাছ, আর উত্তর-পূর্ব কোনো রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। সরকারি উদ্যোগে দীঘিটি  রক্ষণাবেক্ষণ বরিশাল জেলা প্রশাসন।