বরিশাল সদর উপজেলা বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা । বরিশাল সদর উপজেলা পরিষদ বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের ৫১ নং সাগরদী মৌজায় ১০.৬৭ একর জমির উপর অবস্থিত । যা ১৪/১৯৬৫-৬৬ নং এল.এ. কেইসের মাধ্যমে অধিগ্রহণকৃত । এ উপজেলার উত্তরে বাবুগঞ্জ, মূলাদী ও মেহেন্দীগঞ্জ, পূর্বে মেহেন্দীগঞ্জ ও ভোলা জেলার ভোলা সদর উপজেলা, দক্ষিণে বাকেরগঞ্জ ও ঝালকাঠী জেলার নলছিটি উপজেলা এবং পশ্চিমে নলছিটি ও ঝালকাঠী সদর উপজেলা অবস্থিত । বরিশাল সদর উপজেলার আয়তন ২৫৬.৫১ বর্গ কিলোমিটার ( বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ড বাদে)। বরিশাল সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন ,১৪২টি মৌজা ,২৪৭ টি গ্রাম ও ৩৯,৪২৭ টি খানা রয়েছে । মোট লোকসংখ্যা ২,০১,২৫৫ জন। এর মধ্যে পুরুষ ১,০৩,৩৫০ জন এবং মহিলা ৯৭,৯০৫ জন । শিক্ষিতের হার ৬৪.৮০% । জাতীয় সংসদ নির্বাচনে অত্র উপজেলাটি ১২৩-বরিশাল-৫ নির্বাচনী এলাকা নামে পরিচিত । এ উপজেলার পূর্ব প্রান্তে প্রায় ৭ কিঃমিঃ দীর্ঘ সীমানা জুড়ে তেঁতুলিয়া নদী, পশ্চিম প্রান্তে প্রায় ১২ কিঃমিঃ দীর্ঘ সীমানায় কালিজিরা নদী এবং দক্ষিণ দিকে প্রায় ১৫ কিঃমিঃ দীর্ঘ সীমানা বরাবর চরামদ্দী ও নেহালগঞ্জ নদী রয়েছে । এ সমস্ত নদী সারা বছর নাব্য থাকে এবং বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করে । সদর উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের বেশ কিছু অংশ নব গঠিত বরিশাল সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করা হয়েছে । উপজেলা পরিষদ কার্যালয়ের সাথে দশটি ইউনিয়নের পাঁকা সড়ক যোগাযোগ বিদ্যমান । তবে, তিনটি ইউনিয়নের (সায়েস্তাবাদ, চরমোনাই ও চন্দ্রমোহন ইউনিয়ন ) সড়ক যোগাযোগের পরিবর্তে নদী পথে যোগাযোগ করা সহজ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস