অসংখ্য নদী-নালা বরিশাল সদর উপজেলায় জালের মতো ছড়িয়ে রয়েছে । বরিশাল সদর উপজেলার অর্থনীতিতে এ নদীগুলোর গুরুত্ব অপরিসীম । বরিশাল সদর উপজেলার প্রধান নদী হল - কীর্তনখোলা, কালিজিরা, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, বুখাইনগর ও কালাবদর।
কীর্তনখোলা : কীর্তনখোলা নদী বরিশাল শহরের পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ পশ্চিম নলছিটি পর্যন্ত কীর্তনখোলা নামে প্রবাহিত হয়েছে । কীর্তনখোলার পশ্চিম তীরে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় অবস্থিত । এর পানি সমতলের বিপদসীমা ২.৫ মিটার এবং সমগ্র বরিশাল জেলার পানি এ নদী দিয়ে অতি অল্প সময়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, যা বরিশাল জেলাকে ভাঙনের কবল থেকে রক্ষা করে আসছে যুগ যুগ ধরে ।
কালিজিরা :কীর্তনখোলা থেকে শাখা নদী কালিজিরার উৎপত্তি । কীর্তনখোলার গতিপথে উভয় তীরে বর্তমানে দুটি করে শাখা রয়েছে । পূর্ব তীরে বুখাই নগর ও পটুয়াখালী বাকেরগঞ্জ খাল এবং পশ্চিমতীরে মীরগঞ্জ বা মাধব নদী এবং কালিজিরা শাখা নদীর অবস্থান । কালিজিরা বর্তমানে প্রায় স্রোতহীন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS