প্লানেট ওয়ার্ল্ড শিসু পার্ক মুলত শিশু,কিশোরদের বিনোদনের স্থান।এখানে শিশু, কিশোরেরা আনন্দ বিনোদনে মেতে ওঠে। প্লানেটের একটি খাচায় ভাল্লুক , বানর, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। মোট কথায় প্লানেট ওয়ার্ল্ড শিশু কিশোরদের একটি অন্যতম পছন্দের স্থান হিসেবে পরিচিত।
খোলা সময় ঃসকাল ৯ টা খেকে রাত ৮ টা পর্যন্ত।
প্রবেশ মূল্য ঃ ১০ টাকা
কিভাবে যাওয়া যায়:
বরিশাল শহর থেকে রিক্সা,অটো রিক্সা যোগে অতি অল্প সময়ে যাওয়া সম্ভব ।